এতদ্বারা ২নং বাগাট ইউনিয়নের সকল বয়স্কভাতা, স্বামী পরিত্যাক্তভাতা, বিধবাভাতা ও অসচ্ছল প্রতিবন্দী ভাতাভোগীদের জানানো যাচ্ছে যে, আগামী ২২/০৫/২০২৩ ইং তারিখ রোজ সোমবার, এবং ২৩/০৫/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীনভাবে বাগাট ইউনিয়ন পরিষদে ইতি পূর্বে যাহারা ভাতা পেয়েছেন তাদের বই যাচাই বাছাই করা হইবে, উক্ত যাচাই বাছাইএ সকল ভাতাভোগীদের স্ব-শরীরে ভাতা বই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং নিজের নামে বিকাশ নম্বর আবশ্যিক ভাবে
আনার জন্য বিষেশ ভাবে অনুরোধ করা হইল। নিদ্দিষ্ঠ তারিখে যাচাই বাছাই করাতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।