গ্রামাঞ্চলের কিছু ছোট খাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ স্থানীয়ভাবে সমাধান করার জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় তাকে গ্রাম আদালত বলে। ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই গ্রাম আদালতের চেয়ারম্যান। আবেদন কারী ও প্রতিবাদী উভয় পক্ষ থেকে বাকি ৪ জন সদস্য মনোনিত হবে। প্রত্যেক পক্ষ থেকে মনোনীত ২ জন্য সদস্যে মধ্যে ১ জন সদস্য হবেন ইউনিয়ন পরিষদের সদস্য। সাধারন ইউনিয়ন পরিষদ কার্যালয়েই গ্রাম আদালত গঠিত হয়।